Site icon janatar kalam

কোভিড কারফিউয়ের মধ্যে চুরির ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানীতে আবারো দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো। ঘটনা রাজধানীর জয়নগর পিয়ারি মাস্টার বাগান এলাকায়। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভুক্তভোগী বাড়ির মালিক সন্ধা পাল ভৌমিক জানান, বিগত ৯ মাস আগে তিনি স্বামী হারিয়েছেন এবং তখন থেকেই তিনি তার দুই মেয়েকে নিয়ে জয়নগরে, পিয়ারি মাস্টার বাগানের বাড়িতে থাকতে শুরু করেন। কিন্তু কারফিউয়ের মধ্যে গতকাল রাতে চোরের দল হানা দেয় ওনার বাড়িতে ও তার বাড়ি থেকে কাঁসা ও পিতলের জিনিসপত্র লুট করে চম্পট দেয় চোরের দল। শুধু তাই নয় চোররা পুরো মেঝে ও দেয়ালে থুথু ফেলে এবং ঘরের সমস্ত জিনিসপত্র লুণ্ঠন করে বলে জানান তিনি। ভীষণ ক্ষোভের সঙ্গে ভুক্তভোগী বলেন, “চোরেরা যেভাবে এইবার গৃহস্থালির জিনিসপত্র লুট করে নিয়েছিল, তাতে ধরে নেওয়া যেতে পারে যে একদিন চোরেরা তাদের হত্যা করবে। তিনি কারফিউয়ের মধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। এদিকে, বাড়ির মালিক অভিযোগ করেছেন যে তিনি বেশ কয়েকবার বটতলা ফাঁড়ির ফোন করেছিলেন কিন্তু পুলিশ সাড়া দেয়নি। পরে পুলিশ পরিবারকে জানায় যে ফোনটি গতকাল রাতে অকেজো ছিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Exit mobile version