Site icon janatar kalam

তেলিয়ামুড়া মহকুমার ২৯ কৃষ্ণপুর বিধানসভায় “BJP”তে বড়ো-সড়ো ভাঙ্গন, “CPIM” রাজ্য নেতৃত্ব বিজন ধরের হাত ধরে মোট ৩৬ টি পরিবারের ১১৯ জন ভোটার “CPIM” দলে যোগদান করে

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- আসন্ন ২০২৩-র রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় রাজনৈতিক পারদ হয়ে আছে ঊর্ধমুখী । পাশাপাশি ত্রিপুরার রাজনৈতিক মঞ্চে শুরু হয়েছে দল বদলের হিড়িক । ফের তেলিয়ামুড়া মহকুমার ২৯ কৃষ্ণপুর বিধানসভায় রাজ্যের শাসক দল “BJP”তে শুরু হয়েছে বড়ো-সড়ো ভাঙ্গন । উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২ টা নাগাদ এক সাধারণ উঠান সভার মধ্য দিয়ে “CPIM” রাজ্য নেতৃত্ব বিজন ধরের হাত ধরে মোট ৩৬ টি পরিবারের ১১৯ জন ভোটার রাজ্যের মসনদে আসীন শাসক দল “BJP” মানবিক দৃষ্টিকোণ দিয়ে বরাবরের মতো ত্যাগ করে ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তথা “CPIM” দলে যোগদান করে । এইদিকে প্রথমেই রাজ্যের প্রথম সারির বাম নেতৃত্বরা লাল গোলাপ দিয়ে শাসক দল “BJP” দল বর্জনকারী ও “CPIM” দলে যোগদান কারী মোট ১১৯ জন ভোটারদের নিজেদের দলীয় লাল পতাকার তলে বরণ করে নেন । মূলতঃ আজকের এই যোগদান সভায় উল্লেখযোগ্য বিষয় হলো — রাজনৈতিক মঞ্চের শিবিরে দল বদলের এই যোগদান উঠান সভায় “BJP”র “SC” মোর্চার খোয়াই জেলা কমিটির সম্পাদক ঝুটন সরকারও “CPIM” দলে সামিল হয় । উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২ টা নাগাদ তেলিয়ামুড়ার উত্তর কৃষ্ণপুরের “BJP”র “SC” মোর্চার খোয়াই জেলা কমিটির সম্পাদক লিটন সরকারের বাড়িতে “CPIM” দলে যোগদানের একটি উঠান সভা অনুষ্ঠিত হয় । আজকের এই উক্ত উঠান সভায় উপস্থিত ছিলেন “CPIM” রাজ্য নেতৃত্ব বিজন ধর, “CPIM” খোয়াই জেলা কমিটির সম্পাদক ডক্টর রঞ্জিত দেববর্মা, “CPIM” তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ আরও অন্যান্য প্রথম সারির বাম নেতৃত্বরা । যদিও উল্লেখ্য, তেলিয়ামুড়ায় দীর্ঘদিন ধরেই একটা জল্পনা-কল্পনা চলে আসছিল যে, বেশ কিছু শাসক দল “BJP”র কর্মী সমর্থকরা বর্তমান “BJP” সরকারের কর্মকাণ্ডে অতিষ্ঠ ও অসন্তোষ্ট হয়ে শাসক দল “BJP” ছেড়ে “CPIM” দলে যোগদান করবে । তাই শেষ পর্যন্ত আজ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিগত দীর্ঘ ৭ দিন ধরে চলে আসা শাসক “BJP” দলের একাংশ কর্মী সমর্থকরা গোপনে প্রথম সারির বাম নেতৃত্বদের সাথে যোগাযোগ করে এক সাধারণ উঠান সভার মধ্য দিয়ে ২৮ তেলিয়ামুড়া বিধানসভার “BJP” সমর্থিত গোটা ১ টি পরিবার এবং ২৯ কৃষ্ণপুর বিধানসভার ৩৫ টি পরিবার, ২ বিধানসভা কেন্দ্রের মোট ৩৬ টি পরিবারের ১১৯ জন সাধারণ ভোটার বর্তমান শাসক পদ্ম শিবির ত্যাগ করে লাল শিবিরে যোগদান করেন ।।

Exit mobile version