Site icon janatar kalam

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মূল্য বৃদ্ধির প্রতিবাদে টি এন জি সি এল এর কৃষ্ণনগরস্থিত অফিসের সামনে এস ইউ সি আই এর বিক্ষোভ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- টি এন জি সি এল কর্তৃপক্ষ সিএনজি ও পাইপলাইনের এর দাম প্রতি কেজি 2 টাকা প্রতি ইউনিট এক টাকা করে বৃদ্ধি করেছে,এবং আগস্ট মাস থেকে এই বর্ধিত মূল্য কার্যকর করেছে। দীর্ঘদিন যাবৎ করোনা অতি মারির কারণে লকডাউন ও করুণা কারফিউ চালু থাকায় জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বেসরকারি কর্মচারী থেকে পরিবহন শ্রমিক দিন মজুর শ্রমিক নির্মাণ শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সকল স্তরের শ্রমজীবী মানুষ কাজ হারিয়ে অনেকেই রোজগার হীন অবস্থায় অভাব-অনটনের মধ্য দিয়ে দিন যাপন করছে। তারমধ্যে,নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ পেট্রোল ডিজেল, গ্যাসের সিলিন্ডারের দাম প্রতিনিধিত্ব বৃদ্ধি পাচ্ছে। বুধবার মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী বলে মনে করে এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে টি এন জি সি এল এর কৃষ্ণনগর স্থিত অফিসের সামনে এস ইউ সি আই বিক্ষোভ কর্মসূচি পালন করেএই দিনের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে এস ইউ সি আই এর রাজ্য সম্পাদক সুব্রত চক্রবর্তী জানান বাইট তাড়াদাবি করেন অতি লম্বে সিএনজি পাইপলাইন গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে টিএনজি সি এল এর গ্রাহক পরিষেবা আরও উন্নত করতে হবে এবংপ্রতিমাসে নিয়মিত মিটার রিডিং নিয়ে গ্রাহকদের বাড়ি বাড়ি বিলের কাগজ পৌঁছে দিতে হবে।

Exit mobile version