জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে পর্ষদ সভাপতি ভবতোষ সাহার সাথে সাক্ষাৎ করেন বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস এফের এক প্রতিনিধি দল। এদিন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সংবাদ মাধ্যমকে জানান , করোনা মহামারীর কারণে এবছর পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি তা সত্ত্বেও পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আর এই ফলাফলে অসন্তুষ্ট ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করছে কিন্তু শিক্ষা দপ্তর কিংবা রাজ্যের শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের সাথে একবার কথা বলেও জরুরি বলে মনে করছেন না , কিন্তু গণতান্ত্রিক এই দেশে আন্দোলন করা গণতান্ত্রিক পক্রিয়ায় যে কেউ আন্দোলন করতে পারেন তারই পরিপ্রেক্ষিতে গতকাল যখন ছাত্রছাত্রীরা নিজেদের ফলাফলের পুনর্বিবেচনার জন্য আন্দোলনে নামেন তখন পুলিশকে লেলিয়ে দেওয়া হয় আন্দোলন ভঙ্গ করার জন্য সেই জায়গায় পুলিশ যেভাবে নির্মম ছাত্রছাত্রীদের উপর হামলিয়ে পড়েছেন তা অত্যন্ত নিন্দনীয় বলে জানান এবং রাজ্যের শিক্ষা অধিকর্তাকে ছাত্রছাত্রীদের দাবিগুলি একবার শুনে যা ব্যবস্থা নেবার নেওয়ার জন্য বলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব।