জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের পুলিশ প্রশাসনকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এবং জনসাধারণের মধ্যে পুলিশ প্রশাসনের ইমেজ খারাপ করার লক্ষ্যে একদল দুষ্কৃতিকারী চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা যায় পুলিশ সেজে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আজ ড্রপ গেট এলাকা থেকে এক ভূঁইয়া পুলিশের ইন্সপেক্টর কে আটক করল জনতা। যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারাই আটক করে। ঐ ভূঁইয়া ইন্সপেক্টর বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের কেসের কথা বলে টাকা হাতিয়ে নেয় বলে ক্ষুব্দ জনগণ অভিযোগ করেন। তাকে আটক করে এডি নগর থানায় নিয়ে আসা হয় কিন্তু এই বিষয়ে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি এখন পর্যন্ত। পুলিশ প্রশাসনের নাম বদনাম করে জনসাধারণের কাছ থেকে অর্থ লুটের মত অভিযোগ ওই ভূঁইয়া ব্যক্তির থাকলেও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন তা নিয়ে জনসাধারণের মধ্যে নানা প্রশ্ন জাগ্রত হচ্ছে। যেসব ব্যক্তির কাছ থেকে অভিযুক্ত অর্থ লুটেছেন তারা কি ন্যায্য বিচার পাবেন সেটাই এখন লক্ষ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।