জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের রেলে কাটা পড়ে মৃত্যু হল এক উপজাতি যুবকের । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ন লাখাই বাজার এলাকায় আজ সোমবার সন্ধ্যা নাগাদ । জানা যায়, এই উপজাতি যুবকের নাম যুদ্ধ কুমার জমাতিয়া । ঘটনার বিবরণে জানা যায়, আজ সোমবার সন্ধ্যা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন ত্রিশাবাড়ি রেলস্টেশন সংলগ্ন লাখাই বাজার এলাকায় রেললাইনের পাশ দিয়ে পার্শ্ববর্তী স্থানীয় জনতা যখন হেটে যাচ্ছিলেন তখন আচমকা প্রত্যক্ষ করেন এক ব্যক্তি রেললাইনের উপর পড়ে আছে । সঙ্গে সঙ্গে এগিয়ে এসে দেখতে পায় যে ওই উপজাতি ব্যক্তির রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়ার রেল পুলিশ কর্মীদের । খবর পেয়েই তেলিয়ামুড়ার রেল পুলিশ কর্মীরা তড়িঘড়ি করে তেলিয়ামুড়া পুর পরিষদের শববাহী গাড়ি করে ওই রেলে কাটা পড়া উপজাতি যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে । বর্তমানে রেলে কাটা পড়া ওই উপজাতি যুবককে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে । আগামীকাল ময়না তদন্তের পরেই তাঁর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায় । এইদিকে আজ সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনায় তেলিয়ামুড়ার লাখাই বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।