Site icon janatar kalam

ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন । আগামী ২৬শে জানুয়ারী ।

আগামী ২৬শে জানুয়ারী ২০২০ রবিবার গান্ধীঘাটস্থিথ বসুন্ধরা সামাজিক সভাগৃহে ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে । সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে নর্থইস্ট ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি বিজয় গুপ্তা এবং সম্পাদক পুনম তানেজা । এদিন ত্রিপুরায় যারা ডিস্ট্রিবিউটর ব্যবসার সূচনা করেন তাদের সম্মাননা জানানো হবে । শুক্রবার গোলবাজারস্থিথ এসোসিয়েশনের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের মুখপাত্র আশীষ পাল । এসোসিয়েশনের গঠন নিয়ে এদিন আশীষ পাল জানান এই এসোসিয়েশন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১২জন ব্যবসায়ী যারা বিভিন্ন কোম্পানির কাছে দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হয়েছেন, এদের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে ।

Exit mobile version