Site icon janatar kalam

রক্তস্বল্পতা দূরীকরণের দৃষ্টিপথ সামাজিক সংস্থার অভিনব উদ্যোগ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের রক্ত সংকট দূরীকরণের জন্য দৃষ্টিপথ সামাজিক সংস্থা ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের সহযোগিতায় রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা,ক্লাব এরমধ্যে প্রতি তিন মাস অন্তর অন্তর রক্তদান শিবির করার জন্য দৃষ্টিপথ সামাজিক সংস্থা উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করার জন্য রাজ্যের প্রতিটি ক্লাব সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। আজ দৃষ্টিপথ সামাজিক সংস্থা রক্ত সংকট দূরীকরণের প্রথম ধাপে রুরাল ওয়েলফেয়ার সোসাইটি এবং দৃষ্টিপথ সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে রানির বাজার এলাকায় রক্তদান শিবির এর মাধ্যমে পথ চলা শুরু হয়। দৃষ্টিপথ সামাজিক সংস্থা রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলি যেন রক্ত শূন্য না থাকে এবং কোন মুমূর্ষু রোগী যেন রক্তের অভাবে মারা না যায় সেদিকে লক্ষ্য রেখে তাদের এই মহান উদ্যোগ এবং আগামী দিনেও তারা এ ধরনের কর্মসূচি জারি রাখবেন বলে ধারণা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।

Exit mobile version