Site icon janatar kalam

ত্রিপুরায় ফ্যাসিবাদী বিজেপির খেলা শেষ মমতা ব্যানার্জি নেতৃত্বে উন্নয়নের সরকার গড়বে তৃণমূল- অভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ফ্যাসিবাদী দল বিজেপি কে হারিয়ে বিপুল ভোটে জয়ী হওয়ার পর দলের গুরুত্ব বাড়াতে পা বাড়িয়েছ মা মাটি মানুষের দল তৃণমূল। দলের দায়িত্ব পালন করতে ত্রিপুরায় আশা সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ত্রিপুরায় এসে উদয়পুর ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে এমনকি হামলাও হয়েছে তার গাড়িতে। পরে পুজো শেষে রাজধানীর 1 বেসরকারি হোটেল পোলো টাওয়ার্সে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রথমেই তিনি ত্রিপুরাবাসির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন এ রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার নাকি বাংলার সিঙ্গেল ইঞ্জিনের সরকার কাকে বেছে নেবেন? আজই রাজ্যবাসীকে তার সিদ্ধান্ত নিতে হবে। এদিন অভিষেক ব্যানার্জি রাজ্যের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন পারলে নিজের পায়ের তলার জমি বাঁচিয়ে দেখান এবং তিনি মন্তব্য করেন তৃণমূলকে দেখে ভয় পাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এর পরে তিনি ত্রিপুরার দুয়ারে গুন্ডা নয় দুয়ারে পৌঁছে যাবে সরকার বলে বার্তা দেন। তাছাড়া তিনি বলেন তৃণমূল নেতৃত্ব এরাজ্যে আসার আগে আই পেকের সদস্যদের গৃহবন্দি করে রাখা হয়েছিল কেন? তৃণমূলের নেতারা এ রাজ্যে পা দেওয়ার আগে এত ভয় কেন রাজ্য বিজেপি সরকারের। পাশাপাশি বিগত সরকারের কথা টেনে তিনি বলেন 2016 সালে এরাজ্যে আমি এসেছিলাম তখন রাজ্যে মানিক সরকারের নেতৃত্বে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন এই রাজ্যের অবস্থা এতটা খারাপ ছিল না কিন্তু রাজ্যবাসী নতুন দিনের স্বপ্ন দেখে বিজেপিকে ক্ষমতায় এনেছে তখন তারা বুঝে নি যে খাল কেটে কুমির আনা হচ্ছে। সর্বশেষে সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন আজ থেকে ত্রিপুরায় বাইক বাহিনীর খেলা শেষ ত্রিপুরাবাসীর খেলা শুরু হয়ে গেছে, বাংলা যখন পেরেছে ত্রিপুরা ও পারবে, ধমকে চমকে লাভ হবে না এসব তৃণমূলকে আরো তাতাবে এবং আগামী দেড় বছরের মধ্যে ত্রিপুরায় উন্নয়নের সরকার গড়বে তৃণমূল।

Exit mobile version