Site icon janatar kalam

দেশ বাচাও, রাজ্য বাচাও, এবং গনতন্ত্র পুনরুদ্ধার কর এই তিনটি দাবীতে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির প্রতিবাদ কর্মসূচী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দেশ বাচাও, রাজ্য বাচাও, এবং গনতন্ত্র পুনরুদ্ধার কর এই তিনটি দাবীতে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি আজ সিপি আই এম সদর মহকুমা অফিসের সামনে এক প্রতিবাদ কর্মসূচীতে মিলিত হয়। এদিনের কর্মসূচী থেকে নারী নেত্রী রমা কর দাস বক্তব্য রাখতে গিয়ে আগামী ৯ই আগস্ট উপজাতী অধিকার রক্ষা দিবস কর্মসূচীতে অংশগ্রহণ করবেন বলে জানানোর পাশাপাশি আমাদের দেশ আজ বিপন্ন, গনতন্ত্র, ব্যক্তি স্বাধীনতার অধিকার সার্বভৌমত্ব আজ ভূ-লুন্ঠিত বলে অভিমত ব্যক্ত করলেন তাছাড়া ভারতের কৃষ্টি সংস্কৃতি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ক্রমে ক্রমে এবং দেশে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আওতায় তার বিরুদ্ধে আজ ছাত্র-যুব থেকে শুরু করে নারীরা এবং কৃষকরা অবধি আন্দোলনে রাস্তায় নেমেছেন বলে মন্তব্য করেন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version