জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার রামঠাকুর মহাবিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীরা স্বল্প সময়ে অনলাইনে ক্লাস করে পরীক্ষায় বসা অসম্ভব বলে মহাবিদ্যালয়ের অধ্যাপকের নিকট একটি মেমোরেন্ডাম জমা দেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক ছাত্র জানান ইউজিসি গাইডলাইন অনুসারে আগস্ট মাসের ৩১ তারিখের মধ্যে কলেজের সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কিন্তু বিগত কিছুদিন আগে অনলাইনে কলেজের পঠন পাঠন পক্রিয়া শুরু হলে এমন কিছু ছাত্রছাত্রী রয়েছে যাদের বাড়িতে নেটওয়ার্ক সঠিকভাবে পাওয়া যায় না সুতরাং তাদের পক্ষে ক্লাস এটেন্ড করা অসম্ভব হয়ে রয়েছে তাদের কথা চিন্তা করে স্বল্প সময়ের মধ্যে পরীক্ষা না নেওয়ার অনুরোধ রাখেন এবং যদি অফলাইনে পরীক্ষা নেওয়া হয় তাহলে অফলাইনে করোনা বিধিনিষেধ অবলম্বন করে ক্লাস করতে হবে বলে দাবি জানান।