Site icon janatar kalam

2023 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে জোর দিয়েছে কংগ্রেস, রাজ্যে আসলেন দুই বর্ষীয়ান কংগ্রেস নেতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- 2023 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে জোর দিয়েছে কংগ্রেস। সোমবার সকালে রাজ্যে আসলেন দুই বর্ষীয়ান কংগ্রেস নেতা। সাংগঠনিক সফরে রাজ্যে এলেন ছত্রিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী ত্রিভুবনের সারনসিং দেও, এবং প্রাক্তন সাংসদ তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা অভিনাশ পান্ডে। আগরতলার কংগ্রেস ভবনে রাজ্য কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে বরণ করে নেন। দুপুরে কংগ্রেস ভবনে পিসিসির গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন এই বর্ষীয়ান 2 কংগ্রেস নেতা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ আইসিসি ত্রিপুরাকে যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এই দুই নেতার রাজ্য সফর তারই প্রমাণ বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে আগরতলা পুরো নিগমে সহ ২০টি পুর সংস্থা নির্বাচন করার ব্যাপারেও কংগ্রেস ময়দানমুখি। যদিও মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর পুরো নিগাম সহ পুরো সংস্থাগুলোতে প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছে। জনপ্রতিনিধি বিহীন এসব সংস্থার জনতার কথা বলতে অনতিবিলম্বে নির্বাচনের দাবি করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেস ত্রিপুরাকে পাখির চোখ করে রাজ্যে ঘাঁটি গাড়ছে তৃণমূলের তাবড় তাবড় নেতারা। একই সাথে কংগ্রেস ও যে ত্রিপুরাকে গুরুত্ব দিয়েছে তা বলাই বাহুল্য। পিসিসির বৈঠক শেষে বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হবে 2023 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে।

Exit mobile version