Site icon janatar kalam

ছাত্র-ছাত্রীদের স্বার্থে আজ থেকে সারা রাজ্যব্যাপী আন্দোলনে নামলো এন এস ইউ আই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে এন এস ইউ আইয়ের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচী করা হয়। এই বিক্ষোভ কর্মসূচী থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যে ঘোটালা করেছে সেই ঘোটালার সুষ্ঠ তদন্তের দাবী জানান বিক্ষোভকারীরা। কেননা গতকাল মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল ঘোষণা করেছেন দেখা গিয়েছে যে শুধুমাত্র ৮০ শতাংশ ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করা হয়েছে যে জায়গায় সি বি এস ই তে ৯৯% উত্তীর্ণ করা হয়েছে . তাই তেলিয়ামুড়ায় ছাত্রছাত্রীরা গতকাল বিক্ষোভে ফোটে উঠে এবং রাস্তায় আন্দোলনে বসে পড়ে। এদিন এন এস ইউ আই ছাত্র নেতা সম্রাট রায় বলেন মাননীয় সুপ্রীম কোর্ট একত্রিশে জুলাই এর মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার কথা বললেও সেই জায়গায় চূড়ান্ত ব্যর্থ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তাছাড়া তিনি বলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ যে ঘোটালা করেছে তার বিরুদ্ধে আজ থেকে সারা রাজ্যব্যাপী এন এস ইউ আই ছাত্রছাত্রীদের স্বার্থে আন্দোলনে নেমেছেন বলে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version