জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজধানীর রামনগরস্থিত কালিকাপুর এলাকার জয়ন্ত ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত। এদিন বিধায়ক সুরজিৎ দত্ত মাসখানেকের মধ্যে মেগা রক্তদান শিবিরের আয়োজন করবেন বলে জানানোর পাশাপাশি এই মহামারী পরিস্থিতিতে রাজধানীর ব্লাড ব্যাংক গুলি যেন রক্তশূন্য না থাকে তার জন্য রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সবাই যেন ঘরে থাকেন সুস্থ থাকেন এই কামনা করেন। তাছাড়া বিধায়ক সুরজিৎ দত্ত মানুষের স্বার্থে সেবামূলক কাজ থেকে কোনদিন পিছপা হন না উনার এই সেবামূলক মনোভাব জনসাধারণের মনে উনার প্রতি 1 অনন্য শ্রদ্ধা তৈরি করে, যার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনগণ বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত মহোদয় কে বিপদের মসিহা বলে মনে করেন এবং বিধায়ক সুরজিৎ দত্ত মসিহার আদলেই জনসাধারণের কাছ থেকে সাহায্যের আবেদন শোনা মাত্রই ছুটে যান তাদের পাশে দাঁড়াবার উদ্দেশ্যে। জনগণের মসিহা কিংবা জনসাধারণের জননেতা বিধায়ক শ্রী সুরজিৎ দত্তের এ ধরনের মানব সেবামূলক কর্মসূচি আগামী দিনেও জারী থাকবে বলে ধারণা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।