জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার রাজধানীর ছাত্রজীবনে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ এফ এর পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এদিনের সাংবাদিক বৈঠকে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বেকার যুবক যুবতীদের ফর্ম ফিলআপ করানো হয়েছিল তার ইন্টারভিউ আগস্ট মাসের 20 তারিখ থেকে 22 তারিখ হবে। কিন্তু কথা হল রাজ্যের যুবক-যুবতীদের আমাদের রাজ্যে একমাত্র উপার্জনের রাস্তা সরকারি কর্মসংস্থান, সেই জায়গায় রাজ্যের যুবক-যুবতীরা যেন স্থান না পায় তার ব্যবস্থা করেছেন বিজেপি সরকার। কেননা 4000 থেকে সাড়ে চার হাজার থেকে একটু বেশি এই পদে রাজ্যের যুবক-যুবতীদের পাশাপাশি বহিরাজ্যের যুবক-যুবতীরাও আবেদন করতে পারবেন সুতরাং এই রাজ্যে নেই কোন কলকারখানা নেই কোন ইন্ডাস্ট্রি সেই জায়গায় কোথায় যাবে রাজ্যের যুবক-যুবতীরা তা প্রশ্ন তোলেন ? তাছাড়া এদিন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ এই রাজ্যের যেন সংকুচিত না হয় তার জন্য রাজ্য সরকারের নিকট আহ্বান রাখেন।