তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায় । সড়ক দুর্ঘটনা যেন কোন মতেই পিছু ছাড়তে চাইছে না । প্রতিদিনই কোথাও-না-কোথাও ছোট-বড়ো সড়ক দুর্ঘটনার খবর রয়েছেই শিরোনামে । ফের বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ৩ যুবক । যদিও উল্লেখ্য, ঘটনাস্থলেই নিহত হয় ১ যুবক । জানা যায় নিহত ওই যুবকের নাম অর্জুন তাঁতি । পাশাপাশি অপর ২ যুবকের অবস্থা গুরুতর হওয়ায় রাজধানী আগরতলার রেফারেল জিবি হাসপাতালে চিকিৎসাধীন । তবে ওই নিহত যুবক অর্জুন তাঁতি পেশায় ছিলেন একজন ইন্ডিয়ান আর্মিতে চাকুরিরত । ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকায় আজ শুক্রবার বিকাল আনুমানিক ৩ টা ৩০ মিনিট নাগাদ জাতীয় সড়কের উপর একটি বাইক ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অর্জুন তাঁতি নামে ওই ব্যক্তির । পাশাপাশি অপর ২ যুবক জাতীয় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় । তীব্র বিকট শব্দে ছুটে আসে স্থানীয় জনগণ । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস বিভাগের কর্মীদের । খবর পেয়ে তেলিয়ামুড়া ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে । এইদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অর্জুন তাঁতি কে মৃত বলে ঘোষণা করে । এইদিকে আবার অপর ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসার পর তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল থেকে রাজধানী আগরতলার রেফারেল জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এইদিকে প্রতিদিনই তেলিয়ামুড়া মহাকুমার বিভিন্ন এলাকা জুড়ে ছোট বড়ো সড়ক দুর্ঘটনা জনিত ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার ট্রাফিক পুলিশি প্রশাসন ব্যবস্থাকে নিয়েও শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলে একপ্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে ।।