Site icon janatar kalam

নাবালিকার বিয়ে আটকাতে গিয়ে প্রশাসন দেখেন বাড়িতে চলছে ‌‌ঈদের অনুষ্ঠান

জনতার কলম ত্রিপুরা চড়িলাম প্রতিনিধি :- .নাবালিকার বিয়ে আটকাতে বাড়িতে গিয়ে প্রশাসনিক কর্মকর্তারা দেখতে পায় বাড়িতে ঈদের অনুষ্ঠান। ঘটনা চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত আরালিয়া গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড রবির হোসেনের বাড়িতে।শুক্রবার দুপুর বেলা চাইলে লাইন কর্তৃপক্ষ বিশালগড় মহিলা থানার পুলিশ এবং বিশালগড় ট্রেজারি অফিসার ইমলি রিয়াং সহ এক ঝাঁক প্রশাসনিক কর্মকর্তারা রবির হোসেনের বাড়িতে এসে উপস্থিত হয়।তাদের কাছে নাকি খবর ছিল রবির হোসেন তার নাবালিকা মেয়ে ফারজানা বেগমের আজকে বিয়ে দিচ্ছে। ফারজানা বেগম দশম শ্রেণীতে পড়াশোনা করে।এই খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা তার বাড়িতে এসে উপস্থিত হয় এবং ফারজানা বেগমের ডেট অফ বার্থ সার্টিফিকেট আধার কার্ড সমস্ত কিছু খতিয়ে দেখে এবং তাকে জিজ্ঞেস করে।ফারজানা বলে তার কোন বিয়ে দেওয়া হয়নি বাড়িতে ঈদের অনুষ্ঠান তাই আত্মীয়-স্বজনকে বাবা নিমন্ত্রণ করেছে। ফারজানা বেগমের কাছ থেকে এই কথা শুনে প্রশাসনিক কর্মকর্তারা ফিরে যায়।

Exit mobile version