Site icon janatar kalam

একাংশ চাকমারা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি মূলকভাবে সাম্প্রদায়িক পোস্ট দিয়ে রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করতে চাইছে সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন তীপ্রাহুদা নেতৃত্ব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গত 16 জুলাই আগরতলা প্রেসক্লাবে কাউন্সিল অফ তিপ্রাহদা এর উদ্যোগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মূলত পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে অবৈধভাবে চাকমা এবং অন্যান্য অনুপ্রবেশকারীদের নিয়ে। কিন্তু সাংবাদিক সম্মেলনের পর একাংশ চাকমারা সেটাকে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি মূলক ভাবে সাম্প্রদায়িক পোস্ট দিয়ে রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। একাংশ চাকমা নেতাদের অভিযোগ হলো কাউন্সিল অফ তিপ্রাসা হদা রাজ্যের সমস্ত চাকমাদের বিরোধী এবং সমস্ত চাকমাদের বাংলাদেশি বলা হয়েছে। তা সম্পূর্ণ ভিত্তিহীন ও যুক্তিহীন। একাংশ চাকমাদের এমন সাম্প্রদায়িক কার্যকলাপ এবং অবৈধ চাকমা অনুপ্রবেশ দের সঙ্গ দিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক ও সাম্প্রদায়িক মনোভাব নিয়ে পোস্ট করে রাজ্য এবং দেশ বিরোধী কার্যকলাপের প্রতি তীব্র নিন্দা জানান কাউন্সিল অফ এিপ্রাসা হদা। মঙ্গলবার আগরতলার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কাউন্সিল অফ তিপ্রাসা হদার পক্ষ থেকে তীব্র বিরোধিতা করেন এবং রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করছেন বলে অভিযোগ তোলেন।

Exit mobile version