Site icon janatar kalam

সাম্প্রদায়িক উস্কানী চাকমাদের উপর তিপ্রাহুদার, সাংবাদিক সম্মেলনে জানালেন চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়, এই দিনের বৈঠকে সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমকে জানান সম্প্রতি কাউন্সিল অফ তিপ্রাহুদা সংগঠনের পক্ষ থেকে ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিকট একটি চিঠি লিখে অভিযোগ জানানো হয়েছে যে বাংলাদেশ থেকে ত্রিপুরায় ব্যাপকহারে চাকমাদের অনুপ্রবেশ ঘটেছে যার ফলে স্থানীয়দের জীবন-জীবিকার ওপর ব্যাপকভাবে প্রভাব পড়ছে বলে, কিন্তু চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া ত্রিপুরা হুদা সংগঠনের এই অভিযোগটি কে তীব্র ভাবে নিন্দা জানান এবং এদিন সংগঠনের নেতৃত্ব আরো বলেন বর্তমানে এই সময়ে করণা মহামারীর কারণে বিপর্যস্ত জনজীবন এই সময় একে অপরের পাশে দাঁড়িয়ে করোনা মহামারী কে পরাস্ত করার জন্য লড়াই করা উচিত কিন্তু তা না করে তিপ্রাহুদা সংগঠন সাম্প্রদায়িক মনোভাব এবং অগণতান্ত্রিক বক্তব্য ত্রিপুরার শত শত বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতির উপর প্রভাব ফেলবে যা কাম্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া। তাছাড়া সম্প্রতিকালে চাকমা সম্প্রদায় কে টার্গেট করে শত শত বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার যে অভিপ্রায় চলছে এবং অনুপ্রবেশ অনুপ্রবেশ বিষয়টিকে অসাম্প্রদায়িক ভাবে খতিয়ে দেখার জন্য সরকারের কাছে আহ্বান রাখার পাশাপাশি শত শত বছরের পুরনো সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখার জন্য সকল স্তরের মানুষকে এগিয়ে আসার জন্য আহবান রাখা হয় চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।

Exit mobile version