জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কেন্দ্রীয় সরকার এস সি এবং এস টি -দের মনরেগা কাজের উপর প্রভাব ফেলতে জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে সরকার। এর প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি সারাদেশে ন্যায় ত্রিপুরা রাজ্যেও করার উদ্যোগ নেওয়া হয়। সোমবার রাজধানীর মেলারমাঠ পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে বাম কৃষক এবং শ্রমিক সংগঠনগুলির বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার পর পুলিশি বাধার সম্মুখীন হয়ে বাম কর্মীদের কর্মসূচি মাঝপথে প্রত্যাহার করতে হয়। এবং করোনা পরিস্থিতিতে আইন লংঘন করায় পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে নিয়ে যায়। এ বিষয়ে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর জানান, সম্প্রতি কেন্দ্রীয় সরকার এস সি এবং এস টি -দের জন্য পৃথক মন রেগা কার্ড আনতে চাইছে। জনসংখ্যার উপর ভিত্তি করে এস সি এবং এস টি -দের কাজ দেওয়ার আইন তৈরী করার চেষ্টা করছে। এতে করে শ্রমিকদের মধ্যে বিপর্যয় নেমে আসবে। তাই সরকারের এ ধরনের জনবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।