Site icon janatar kalam

ব্রম্মা বাড়ির একশ পাঁচ বছরে তারা কন্যা দেববর্মা যদি টিকা নিতে পারে তাহলে আপনাদের কে আটকিয়েছে এগিয়ে আসুন- মুখ্যমন্ত্রী

জবতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মহামারী করোনা ভাইরাসের ফলে মানুষের অবস্থা নাজেহাল , দিনমজদুরের অবস্থা বিপন্ন। কাজ নেই , রোজগার নেই। এই মহামারীর প্রকোপে নিজের প্রিয়জনকে হারিয়েছেন অনেকেই। আর এই মহামারী থেকে দেশবাসীকে রক্ষার্থে দেশের প্রধানমন্ত্রী করোনা প্রতিষেধক আবিষ্কার করলেন। নিজ দেশের পাশাপাশি অন্যান্য রাষ্ট্রকেও দিলেন এই প্রতিষেধক। নিজ দেশের সকলকে এই করোনা প্রতিষেধক গ্রহণ করতে সক্ষম বললেই চলে যার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ত্রিপুরা। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ব্রহ্মছড়া গ্রামের তারা কন্যা দেববর্মার সঙ্গে দেখা করেন। ১০৫ বছর বয়সী এই মহিলা করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা গ্রহণ করতে টিকাকরণ কেন্দ্রে যান। আমি যখন তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি দেখাই তখন তিনি সঙ্গে সঙ্গে তাঁকে চিনতে পারেন। যদি তিনি টিকা নিতে পারেন তাহলে আপনাদের কে আটকাচ্ছে? এগিয়ে আসুন ও কোভিড টিকা গ্রহণ করুন বলে আহবান রাখলেন তিনি।

Exit mobile version