Site icon janatar kalam

আসাম ত্রিপুরায় এনআরসি প্রয়োগ করে বাঙ্গালীদের ভারত ছাড়া করার পরিকল্পনা নিয়েছে বিজেপি সরকারঃ- আমরা বাঙালী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বাঙালীদের বিরুদ্ধে চক্রান্ত করেছে বিজেপি সরকার। এই অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় আমরা বাঙালি কর্মী সমর্থকরা। রবিবার আমরা বাঙালি পক্ষ থেকে শিবনগর স্থিত কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করে রাজ্য কমিটির সম্পাদক বলেন, আসাম এবং ত্রিপুরায় এনআরসি প্রয়োগ করে বাঙ্গালিদের ভারত ছাড়া করার পরিকল্পনা নিয়েছে বিজেপি সরকার। ত্রিপুরাতে জেলা পরিষদ, টিএনভি চুক্তি করার পর বর্তমানে গ্রেটার তিপরাল্যান্ড ও ৫১ সালকে ভিত্তি বছর ধরে এনআরসি প্রয়োগের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেন তিনি। যা আসাম রাজ্যের ক্ষেত্রে হতে চলেছে। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত যারা আছেন তাদের ডি ভোটারের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। সরকারের এ ধরনের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলে জানান।

Exit mobile version