জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ২৫ শে জুলাই ত্রিপুরা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন। এই নির্বাচন দুপুর ১২টা থেকে ৩টা পযন্ত পরিচালনা হবে। এ বছর নির্বাচনে 13 জন মনোনীত প্রার্থী ৭৭ জন ভোটার উৎসবের মেজাজে এই দিনটিতে মেতে উঠবে এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে শনিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনব সরকার।তাছাড়া এদিন তিনি শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান রাখেন।