জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- আবারও নিজ স্বামীর হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ। ঘটনা কাঁকড়াবন থানার অন্তর্গত দূত পুকুর ঘোষ পাড়া গ্রামে । ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল এগারোটা নাগাদ হঠাৎ করে পারিবারিকভাবে ঝগড়া শুরু হয় স্বামী সুমন শীলের সাথে গৃহবধূ বাবলি সাহার । সূত্রের দাবি একটা সময় স্বামী – স্ত্রীর ঝগড়া তুমুল আকার ধারণ করে। কিন্তু হঠাৎ করে স্বামী সুমন শীল গৃহবধূ বাবলির উপরে বেধড়ক মারধর করতে শুরু করে বলে জানা গিয়েছে। আক্রমণের ঘটনা এতটাই তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে যে পরবর্তী সময়ে কাঁকড়াবন দমকল দপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়। গৃহবধূ বাবলি সাহা কে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনার জন্য। ঘটনার খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা ছুটে গিয়ে বাবলিকে তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে কাঁকড়াবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। পরবর্তী সময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসার পর জানিয়ে দেওয়া হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসা করানোর জন্য গোমতী জেলার টেপানিয়া হাসপাতালে রেফার করা হয়। কর্তব্যরত ডাক্তার সুকান্ত সাহা জানিয়েছে, বাবলির মাথা এবং হাতে প্রচন্ড চোট পেয়েছে । তাই তাকে উন্নত চিকিৎসা করানোর জন্যই টেপানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার। পরবর্তী সময় এই ঘটনায় পুলিশ কে জানানো হলে কাঁকড়া বন থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কাঁকড়াবন জুড়ে ।