Site icon janatar kalam

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্দেশ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী হাতে সাহায্যের অনুদান তুলে দিলেন মোহনপুর মহাকুমার বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গোটা দেশের সাথে রাজ্যে ও মহামারী করোনাভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই মহামারী চলাকালীন গোটা দেশের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে তার সাথে আমাদের রাজ্যের অবস্থাও বিপর্যস্ত সেদিকে লক্ষ্য রেখে মোহনপুর মহকুমায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা নিজেদের একদিনের বেতন মহামারী পরিস্থিতিতে রাজ্যের মানুষের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের উদ্দেশ্যে ১১ লাখ ২১ হাজার ৬১১ টাকার চেক রাজ্যের শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ এর হাতে তুলে দেন। এদিন এক কর্মচারী সংবাদমাধ্যমকে বলেন গোটা বিশ্বের সাথে আমাদের দেশ ও রাজ্যের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে তাই রাজ্য সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এই ক্ষুদ্র প্রয়াস।

Exit mobile version