Site icon janatar kalam

সেবাই ধর্ম কথাই নয় কর্মে পরিচয়, মানুষের পাশে সুরজিৎ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমানে মহামারী পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা বিপন্ন এই জায়গায় দাঁড়িয়ে তাদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন। এগিয়ে এসেছেন রাজ্য সরকারের অনেক বিধায়করা ও যার মধ্যে অন্যতম হলেন গরিব মানুষের মসিহা অন্নদাতা সুরজিৎ দত্ত। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে সাহায্যে ডাক পেতে ছুটে যান তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে। বিধায়ক সুরজিৎ দত্ত নিজ এলাকার মানুষের পাশাপাশি ব্রাজ্জের অন্যপ্রান্তে অন্য এলাকার গরিব মানুষের সাহায্যার্থে নিয়ে থাকে থাকেন গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই এনাকে গরিব মানুষের মসিহা কিংবা অন্নদাতা বলা চলে। শুক্রবার আবারো ওনাকে দেখা গেল সেই একই ভূমিকায় রাজধানী বিজয় কুমার চৌমুহনীতে গরিব মানুষের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেন এবং নিজ হাতে খাবার গুলি তুলে দেন গরিব মানুষদের মধ্যে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকা গরিব সহযোগী অংশের মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Exit mobile version