জনতার কলম ত্রিপুরা কৈলাশহর প্রতিনিধিঃ- পানীয়জলের দাবীতে স্থানীয় মহিলারা চিরাকুটি এলাকায় কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করে। অবরোধস্থলে কৈলাসহর থানার পুলিশ এবং টি.এস.আর কর্মীরা। অবরোধকারী মহিলারা জানান যে, বিগত পনেরো কুড়ি দিন ধরে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের এক নং এবং তিন নং ওয়ার্ড এলাকায় পানীয়জলের তীব্র সংকট চললেও দপ্তর কিংবা সংশ্লিষ্ট আধিকারিকদের কোনো হেলদোল নেই। এনিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। সাম্প্রতিককালে কৈলাসহর-কুমারঘাটের রাস্তা প্রশস্ত হবার কাজ চলছে চিরাকুটি এলাকায়। রাস্তা প্রশস্ত হবার কাজে জড়িত নির্মানকারী সংস্থার কর্মীরা কাজ করার সময় এলাকার সমস্ত পাইপ নষ্ট করে দেয় এরফলে সাপ্লাই এর পয়েন্টও বিকল হয়ে যাওয়ায় বিগত কুড়ি দিন থেকে পানীয়জল এলাকাবাসীরা পাচ্ছেন না বলে অবরোধকারী মহিলারা জানান। এছাড়াও অবরোধকারীরা জানান যে, রাস্তা প্রশস্ত হবার ফলে প্রচুর মাটি ফেলে স্থায়ী পাকা রাস্তা ভেংগে গিয়ে চলাচলেরও অনুপযুক্ত হয়ে পরায় এলাকার মানুষরা স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছেন না। মহিলারা আরও জানান যে, এব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য নেতৃত্বদের সাথে কয়েকবার জানানোর পরও কোনো ধরনের হেলদোল নেই। তাই, একপ্রকার বাধ্য হয়ে স্থানীয় মহিলারা নিজেদের কলসি, বালতি নিয়ে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে কৈলাসহর থানার পুলিশ অফিসার চিত্ত রিয়াং-এর নেতৃত্বে বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী নিয়ে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে রাস্তা নির্মানকারী সংস্থার কর্মীদের এনে রাস্তা মেরামত করা শুরু করে দিয়েছেন। এবং আজ থেকে প্রতিদিন দুবেলা করে এলাকায় গাড়ি দিয়ে পানীয়জল সরবরাহ করা হবে বলে আশ্বাস দেওয়ার পর অবরোধকারীর অবরোধ প্রত্যাহার করে নেন। তবে,অবরোধকারী মহিলারা এও জানান যে, যদি সঠিক ভাবে পানীয় জল সরবরাহ করা না হয় তাহলে উনারা ফের আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।