Site icon janatar kalam

সারা দেশের সাথে রাজ্যের গোমতী জেলায় ও পালিত হল ভারতীয় মজদুর সংঘের 67 তম প্রতিষ্ঠা দিবস

জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- শুক্রবার সকালে ভারতীয় মজদুর সংঘের ৬৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোমতী জেলার ত্রিপুরা ওএনজিসি মজদুর সংঘের উদ্যোগে উদয়পুর মুড়াপাড়া এলাকায় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। ভারতীয় মজদুর সংঘের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গোমতী জেলার ভারতীয় মজদুর সংঘের সভাপতি গৌতম দাস। এছাড়া উপস্থিত ছিলেন , গোমতী জেলার ভারতীয় মজদুর সংঘের সহ-সভাপতি স্বপন মন্ডল, ওএনজিসি ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটির সম্পাদক নিবাস দাস সহ আরো অনেকে। এদিন মজদুর সংঘের প্রতিষ্ঠাতা দিবস কে কেন্দ্র করে মুড়াপাড়া এলাকায় প্রথমে সাফাই অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে ভারতীয় মজদুর সংঘের একটি অফিস গৃহের শুভ উদ্বোধন করেন নেতৃত্বরা।
অপরদিকে শুক্রবার সকাল ৯ টায় ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার জেলা অফিস প্রাঙ্গণে পালন করা হয় ভারতীয় মজদুর সংঘের ৬৭ তম প্রতিষ্ঠা দিবস। এদিন জেলা অফিস প্রাঙ্গণে মজদুর সংঘের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ভারতীয় মজদুর সংঘের পতাকা উত্তোলন করে বক্তব্য রাখেন জেলার নেতৃত্বরা। উপস্থিত ছিলেন , গোমতী জেলা ভারতীয় মজদুর সংঘের সভাপতি গৌতম দাস, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের জেলার সাধারণ সম্পাদক বিপ্লব বিজয় দে , গোমতী ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের মহকুমা সম্পাদক প্রদীপ মজুমদার ও ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের কার্যনির্বাহী সদস্য দ্বিগবিজয় ভাওয়াল সহ আরো অনেকে ।এই প্রতিষ্ঠা দিবস কে কেন্দ্র করে এদিন দুপুরে গোমতী জেলার টেপানিয়া জেলা হাসপাতালে সাফাই কর্মীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার নেতৃত্বরা। জেলা হাসপাতালে ছোট্ট একটি অনুষ্ঠানে এই ধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গোমতী জেলা হাসপাতালের শিশু ডাক্তার অভিজিৎ দত্ত। কারণ দীর্ঘ কয়েক মাস ধরে জেলা হাসপাতাল সাফাই কর্মীরা কোন মাসিক বেতন পাচ্ছেন না ঠিকাদার বাবুর কাছ থেকে। আর তাতে করে মহা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাদের পরিবারের কথা চিন্তা করে আজ ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসের মহান দিনে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন গোমতী জেলার ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্বরা। এছাড়া এদেন ভারতীয় মজদুর সংঘের ৬৭ তম প্রতিষ্ঠা দিবস কে কেন্দ্র করে মজদুর সংঘের নেতৃত্বরা সাধারণ মানুষের মধ্যে মাক্স ও সেনিটাইজার বিতরণ করেন। এই দুইটি অনুষ্ঠানেই এদের বক্তব্য রাখেন গোমতী জেলার ভারতীয় মজদুর সংঘের সভাপতি গৌতম দাস। সব মিলিয়ে গোটা দিন নানা কর্মসূচি পালন করেছে ভারতীয় মজদুর সংঘ।

Exit mobile version