জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যের মহামারী করোনা সংক্রমণ যেভাবে বেড়ে চলছিল সেদিকে লক্ষ রেখে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে জুলাই মাসের ২৪ তারিখ সকাল ৫টা অবধি করোনা কার্ফু জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তের তুলনায় গোটা রাজ্যের পুর নিগম এলাকাগুলিতেই সবচেয়ে বেশি মহামারী করোনাই সংক্রমিত হচ্ছেন তাই রাজ্য সরকার এবং প্রশাসন এই কার্ফুটিকে আগামী ৩১শে জুলাই সকাল ৫টা অবধি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তার পাশাপাশি রাজ্যের আপামর জনসাধারণের কাছে আবেদন রেখেছেন সকলে যেন করোনা বিধি মেনে চলেন এবং প্রতিনিয়ত মাস্ক ব্যবহার করেন।