রাজ্যের এডিসি নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হল প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক। এদিনের বৈঠকে মূলত এলাকাভিত্তিক যে সমস্যা রয়েছে তা নিয়ে সংগঠনের উচ্চ পর্যায়ের নেতৃত্বদের সাথে আলোচনা করবেন নিম্ন স্তরের কার্যকর্তারা । পাশাপাশি এডিসি এলাকার সামগ্রিক উন্নয়ন ও দ্রুত সমৃদ্ধির বাস্তবায়ন নিয়ে সকল স্তরের কর্মীদের সাথে মত বিনিময় করেন । এদিনের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী উপ-মুখমন্ত্রী ও পূর্ব-পশ্চিমের সাংসদ এবং বিভিন্ন এলাকার বিধায়কসহ জেলা স্তর ও বুথ স্তরের অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন ।