Site icon janatar kalam

ভার্চুয়াল মাধ্যমেই আজ শহিদ দিবস পালন করল তৃণমূল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- করোনা আবহে এবারও ভার্চুয়াল মাধ্যমেই আজ ২১ জুলাইয়ে শহিদ দিবস পালন করবে তৃণমূল। তবে এবারই প্রথম সর্বভারতীয় স্তরে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বক্তৃতা শোনানো হবে দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত-সহ একাধিক রাজ্যে। প্রতিবার এই দিনটিকে শহিদ দিবস পালনের পাশাপাশি দলের আগামীদিনের নীতি নির্ধারণ ঘোষণার দিন হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। তবে এবারের ২১ শে জুলাই অন্যান্যবারের থেকে কিছুটা আলাদা। কারণ, করোনা আবহে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই প্রথম শহিদ দিবস পালন। এবারই প্রথম জাতীয় স্তরে দিনটি পালন করছে রাজ্যের শাসকদল। দেশের বিভিন্ন স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করেছে তৃণমূল। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। আর এই সাফল্যই জাতীয় স্তরে নরেন্দ্র মোদির বিরোধিতার ক্ষেত্রে সামনের সারিতে এনে দিয়েছে তৃণমূলকে। রাজ্যও আগরতলার রবীন্দ্র ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মীসমর্থকরা শহীদ দিবস পালন করেন। রাজ্যে আগামী দিনে তৃনমুল কংগ্রেস সরকার গঠন হতে পারে বলে জানান রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা।

Exit mobile version