জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে যেকোনো প্রান্ত থেকে সাহায্যের চাহিদা শুনামাত্রই যিনি গরীব এবং দুঃস্থ মানুষদের সাহায্যের জন্য ছুটে যান ইনি আর কেউ নন ইনি হলেন 7 রামনগর কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। নিজ এলাকার এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের গরিব মানুষের মসিহা তিনি। তাই আজ আবারো ফায়ার ব্রিগেড চৌমুহনী সংলগ্ন সপ্তসিন্ধু ক্লাবের সামনে প্রায় 1000 জন পথচলতি এবং শ্রমজীবী লোকেদের রান্না করা খাবার বিধায়ক সুরজিৎ দত্তের নির্দেশে বিতরণ করেন বিধায়ক সুরজিৎ দত্তের ভাতিজা অভিষেক দত্ত। বলা চলে কাকা বিধায়ক সুরজিৎ দত্তের পথ অনুসরণ করে গরিব শ্রমজীবি অংশে মানুষদের স্বার্থে এগিয়ে এসেছেন অভিষেক দত্ত। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে পথচলতি গরিব অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত করা যায়।