Site icon janatar kalam

স্থগিত করা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এক্সটার্নাল এবং কন্টিনিউ পরীক্ষার্থীদের পরীক্ষা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা মধ্যশিক্ষা পর্ষদে সাংবাদিকদের মুখোমুখি হন। এদিন তিনি জানান গত জুলাই মাসের ২ তারিখ রাজ্যের শিক্ষা দপ্তর একটি নোটিফিকেশন জারি করেছিল রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেগুলার পরীক্ষার্থীদের নম্বর বিভাজন কিভাবে হবে সে বিষয় নিয়ে এবং এক্সটার্নাল ও কন্টিনিউ পরীক্ষার্থীদের পরীক্ষা আগস্ট মাসের ১০ থেকে সেপ্টেম্বরের ২০ এর মধ্যে নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যে এই মহামারীর পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় তাই রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের সিদ্ধান্তক্রমে যে পরীক্ষাগুলো হবার কথা ছিল সেগুলিকে স্থগিত রাখা হয়েছে এবং তাদের নম্বর বিভাজন কিভাবে হবে সেগুলো তুলে ধরেন। এক্সটার্নাল ও কন্টিনিউ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের তিনটি বিষয়ে যে নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতে বাকি বিষয়গুলোতে নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন।

Exit mobile version