পশ্চিম জেলার এস পি মানিক দাস আজ রাজধানীর পশ্চিম থানার ইন্সপেকশনে গেলেন সেখানে গিয়ে থানার কার্যকর্তাদের সঙ্গে থানার বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন । আজকের এই ইন্সপেকশন সম্পর্কে পশ্চিম জেলার এস পি মানিক দাসকে জিজ্ঞাসা করা হলে, এই কার্যকলাপ থানার মধ্যে প্রায়শই হয়ে থাকে এতে ত্রূটি খোঁজা বা ধরার কিছু নেই আগামীতে পুলিশ যাতে জনসাধারণকে আরো ভাল সুবিধা দিতে পারে তার জন্যই আজকের এই কর্মসূচি বলে জানান তিনি।