জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আবারো চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠল জিবি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনা সুত্রে জানা যায় সাবরুম শাস্ত্রী কলোনি এলাকার বয়স 24 এর যুবক অজয় দাস জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর ঔষধ লিখে দিলে তা নিয়ে এসে খাওয়ানোর পর রক্ত বমি করে বলে জানায় অজয়ের মা এবং ছেলের অবস্থা দিন দিন খারাপ হতে দেখে পরিবারের লোকজন অজয় দাস কে রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে ভর্তি করায়, ভর্তি করানোর পর চিকিৎসকরা আইসিইউতে নিয়ে যাবে বলেও নিয়ে যায়নি কারণ জানতে চাইলে অক্সিজেনের পরিমাণ কম ওকে সেখানে নিলে ক্ষতি হতে পারে বলে জানিয়ে দেওয়া হয় চিকিৎসকদের পক্ষ থেকে বলে জানান মৃতের মা। রাজধানীর জিবি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ দীর্ঘদিনের তার পরেও এই হাসপাতালে চিকিৎসকদের যেন অভিযোগের তীরে বিদ্ধ হতে হতে অভ্যস্ত হয়ে গেছেন। তাই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করতে পদক্ষেপ নেওয়া হয়না। এদিকে মৃত অজয় দাসের বাবা সংবাদমাধ্যমের সামনে জিবি হাসপাতালের চিকিৎসকরা উনার ছেলে অজয় দাসের প্রাণ কেড়ে নিয়েছে বলে বারংবার উচ্চারণ করলেন। এই ঘটনায় গোটা পরিবারের লোকজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।