Site icon janatar kalam

উন্নত মানের শিক্ষার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এলাকায় বাচ্চাদের মধ্যে মোবাইল ফোন বিতরণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- করোনা পরিস্থিতির কারণে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে রাজ্যের শিক্ষা দপ্তর অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাতে যেমন সুবিধা হয়েছে অনেকের তেমনি অসুবিধার সম্মুখীন অনেক ছাত্রছাত্রী। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার 9 বনমালীপুর মন্ডল অফিসে এলাকার দুস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ১২ টি মোবাইল ফোন বিতরণ করা হয়। এদিন মন্ডলের এক নেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যোগাযোগ যোজনার মাধ্যমে গরিব ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল বিতরণের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন বলে , তাছাড়া গরিব অংশের ছাত্রছাত্রীদের স্বার্থে এ ধরণের কর্মসূচি আগামীদিনেও জারি থাকবে বলে জানান তিনি। পাশাপাশি এদিন মোবাইল পেয়ে নিজেদের খুশি ব্যাক্ত করেন মোবাইল পাওয়া ছাত্রছাত্রীরা।

Exit mobile version