জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- এডিসি নির্বাচনে জয়ের পর থেমে নেই তিপ্রামথা দল। এডিসি পাহাড়ি এলাকার পাশাপাশি সমতল নিয়েও ছক কষছেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা। শুধু তাই নয় উপজাতি অংশের মানুষদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন। তাই ওনার এই উন্নয়নমুখী কার্যকলাপে আকৃষ্ট হয়ে বিভিন্ন দল যোগদান করেছেন যোগদান করেছেন উপজাতি অংশের অনেকেই। একই পর্যায়ে আবারো বড়সড় ভাঙ্গন শাসক ও বিরোধী দলে, আজ প্রভাপুর এ ডি সি ভিলেজ এর অন্তগত বিপিন সাধুপড়া 4নং ওয়াড এর সুমন দেবর্বমা বাড়িতে আজ পূর্ব জারুল বাচাই 4নং ওয়াড ও প্রভাপুর 4নং ওয়াডে Ipft ও bjp cpim থেকে 50 পরিবারের 148 জন ভোটার তিপ্রামথা দলে যোগদান করে। তাদের হাতে তিপ্রামথার ফ্লেগ তুলে বরন করে নেই 17পেকুয়ারজলা জন্ম জয়নগর বিধানসভা কেন্দ্রে mdc গনেশ দের্ববমা।তাছাড়া উপস্থিত ছিল অমরিত দেবর্বমা ডিস্ট্রিক প্রেসিডেন্ট আপন দের্ববমা ডিসটিক জেনারেল চেয়ারম্যান।