Site icon janatar kalam

নিগমের বৈঠকে সম্বর্ধিত করা হলো এক মহিলা কর্মচারীকে

অনুষ্ঠিত হলো আগরতলা পুর নিগমের বৈঠক । বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনাসহ আসন্ন বিভিন্ন প্রকল্পের বাজেট নিয়েও আলোচনা করা হয় । পাশাপাশি আগরতলা পুর কর্পোরেশনের একজন মহিলা কর্মচারী নাম গায়েত্রী মজুমদার তিনি ইম্ফলে অনুষ্ঠিত ন্যাশনাল মাস্টার্স চ্যাম্পিয়নশিপে ৫০ ঊর্ধ মহিলাদের মধ্যে অংশগ্রহন করেছিলেন সেখান থেকে ৪০০ মিটার ইভেন্টে তৃতীয় স্থান পান তাই আগরতলা পুর নিগমের আজকের মিটিংয়ে মেয়রের হাত দিয়ে সম্বর্ধিত করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র ড: প্রফুল্লজিৎ সিনহা, ডেপুটি কমিশনার অরুন কুমার রায়, ডেপুটি মেয়র সমর রায়সহ অন্যান্য আধিকারিকরা ।

Exit mobile version