জনতার কলম ত্রিপুরা আগরতলাঃ- আরও একটি কল্যাণমূলক উদ্যোগ ত্রিপুরার শ্রমজীবী সাংবাদিকদের বৃহত্তম ইউনিয়ন ত্রিপুরার সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার এই ইউনিয়নের শাখা জেন্ডার কাউন্সিলের উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে বিভিন্ন মিডিয়া সংস্থায় নিযুক্ত মহিলা সাংবাদিকদের জন্য মূলত কোভিড -১৯ সুরক্ষা আইটেম বিতরণ কর্মসূচির আয়োজন করে। ত্রিপুরার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী, সাধারণ সম্পাদক প্রণব সরকার, জেন্ডার কাউন্সিলের আহবায়ক বিন্দুস্মিতা ভৌমিক এবং প্রবীণ মিডিয়া ব্যক্তিত্ব চন্দ্র রায় উপস্থিত ছিলেন। বেশ কয়েকজন মহিলা সাংবাদিক এ অনুষ্ঠানে উপস্থিত হন। এদেন আগরতলা প্রেসক্লাব ও ত্রিপুরার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার বক্তব্য রাখতে গিয়ে মহামারী পরিস্থিতিতে মহিলা সাংবাদিকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এই সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের স্বার্থে নানা ধরনের উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করবেন আগামী দিনেও বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বলা বাহুল্য এ রাজ্যের মহিলা সাংবাদিকরাও পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের আপামর জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। আজ উনাদের এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করছেন সংবাদ মহল।