Site icon janatar kalam

পথ দুর্ঘটনার শিকার এক মহিলা , আহত মহিলার পরিচয় জানা যায়নি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার পথ দুর্ঘটনার শিকার এক মহিলা। ঘটনা সূর্যমনি নগর বাবুল চৌমুনী এলাকায়। জানা যায় আগরতলা থেকে সূর্যমনিনগর হয়ে যাওয়ার পথে দ্রুতগামী একটি মারুতি ভ্যান এক মহিলাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়, ধাক্কা খেয়ে মহিলাটি মাটিতে লুটিয়ে পড়েন ও প্রচুর রক্তক্ষরণ হয়। তারপর এলাকাবাসীরা মহিলাটিকে হাপানিয়া হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এদিন এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান যে তিন-চারটি মহিলা রাস্তায় দাঁড়িয়ে রয়েছিল তার মধ্যে একজনকে টি আর ০৭ এ ০২৯৭ নম্বরের একটি মারুতি ভ্যান মহিলাটিকে ধাক্কা মেরে যাই বলে। সড়ক দুর্ঘটনা রোধে এবং গতি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসন আধুনিক পদ্ধতি অবলম্বন করার পরও গতি নিয়ন্ত্রণে এবং দুর্ঘটনা রোধ করতে ব্যর্থ প্রশাসন’। রাজ্য প্রশাসনকে এ বিষয়ে আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এদিনের দুর্ঘটনাগ্রস্ত মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি এবং এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Exit mobile version