Site icon janatar kalam

আশীর্বাদের দিনেই পুলিশি হানায় আটকে গেল বিয়ে ।

ফের এক নাবালিকা বিবাহ আটকে দিল প্রশাসন । বৃহস্পতিবার রাজধানীর রামনগর ৪নং রোডে একটি নাবালিকা মেয়ের আশীর্বাদের দিন ছিল । মেয়ের বাড়িতে যখন ছেলের বাড়ির লোকজন হাজির ঠিক সেই সময় খবর পেয়ে ছুটে যান শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ ।একই সময় হাজির হয়ে যান পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি মীনা দেববর্মা ও রামনগর ফাঁড়ি থানার ওসি রাজু দত্ত সহ পুলিশ বাহিনী । পুলিশ ও শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নাবালিকা মেয়েটির অভিভাবকদের সঙ্গে কথা বলে বিয়েটি আপাতত স্থগিত করে দেন ।দুই পক্ষ্যের সঙ্গে লিখিত বয়ান হয় মেয়েটি সাবালক হলেই এই বিয়ে হবে । জানিয়েছেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ এবং পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি মীনা দেববর্মা ।

Exit mobile version