Site icon janatar kalam

7 দফা দাবিতে যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের অধিকর্তার দ্বারস্থ ত্রিপুরা প্লেয়ারস অ্যাসোসিয়েশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- অবিলম্বে বেকার খেলোয়ারদের চাকরি প্রদান করতে হবে, বিগত সময় যেভাবে নিয়োগ প্রক্রিয়া করা হয়েছিল ঠিক সেইভাবেই নিয়োগ করতে হবে। করোনার কারনে ত্রিপুরা রাজ্য ন্যাশনাল খেলোয়ারদের এককালীন 5000 টাকা আর্থিক সাহায্য করতে হবে। রাজ্য ও জাতীয় স্তরের খেলাধুলায় অংশগ্রহণকারী খেলোয়ারদের চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে এসমস্ত 7 দফা দাবি নিয়ে মঙ্গলবার ত্রিপুরা প্লেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে। খেলোয়াড়দের জন্য চাকরি প্রদানে 20% পদ রাজ্যের যোগ্যতাসম্পন্ন খেলোয়াড়দের জন্য সংরক্ষণ করতে হবে, স্পোর্টস নিয়োগ প্রক্রিয়া ব্যাপারে ত্রিপুরা প্লেয়ারস এসোসিয়েশনের দুজন সদস্য রাখতে হবে দুর্নীতি রোধ করার জন্য এই সমস্ত দাবি গুলো আগেও তারা আগেও অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করার জন্য চেয়েছিলাম কিন্তু করোনাভাইরাস সংক্রমণ এর কারনে দিতে পারেন নি, তাই মঙ্গলবার তাদের 7 দফা দাবি তুলেদিলেন অধিকর্তার নিকট।এই দিন ডেপুটেশন সম্পক্রে বলতে গিয় ত্রিপুরা প্লেয়ার এসোসিয়েশনের কর্মকর্তা জানান বাইট তাদের এই দাবি গুলো যাতে সরকার অতি দ্রুত পূরণ করেন।

Exit mobile version