Site icon janatar kalam

গণঅবস্তানে বসলো নারী সমিতি।

নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে রাজ্যের মোট ১৮টি জাগাতে গণঅবস্থান সংঘটিত হওয়ার কথা থাকলেও পুলিশি সহমত নিয়ে নারী সমিতি যেইসব জাগাতে গণঅবস্থানে বসবে স্থির করেছিল তারমধ্যে তিনটি জাগাতে রাজ্য সরকারের কেডাররা প্রচন্ড আতঙ্ক সৃষ্টি করার ফলে ১৫টি জাগাতে গণঅবস্থানে বসেছে নারী সমিতি। এদিন নারী নেত্রী রমা কর দাস নারীদের উপর বিভবৎস আক্রমণের প্রতিবাদ ও জনবিরোধী আইন সি এ এ , এন আর সি , এন পি আর বন্ধের দাবিতে তাদের এই গণঅবস্থান বলে জানান।

Exit mobile version