Site icon janatar kalam

ছোট্ট একটি জীবাণু সৃষ্টি করে মানুষ মারা সহজ, কিন্তু রক্ত আবিস্কার করে মানুষের জীবন রক্ষা করা যায় না

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বর্গীয় শুভ্রাংশু দের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল দে এবং ত্রিপুরা ভবিষ্যৎ সংবাদপত্রের সহ-সম্পাদক বিশাল সাহাসহ অন্যান্য কার্যকরতারা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল দে বর্তমানে এই পরিস্থিতিতে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং তিনি বলেন উনার যৌবনকালে ম্যান টু ম্যান রক্তদান হতো এখন এমন যুগ এসেছে যেখানে মানুষ স্বেচ্ছায় শিবিরে রক্ত দান করে কোটি কোটি মানুষের জীবন রক্ষা করছে। তাছাড়া তিনি এদিন ছোট্ট একটি জীবাণু দিয়ে পৃথিবীর মানব সভ্যতাকে ধ্বংস করা সহজ কিন্তু রক্ত আবিস্কার করে মানুষের জীবন রক্ষা করা যায় না সুতরাং রক্তদানের বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিনের অনুষ্ঠানে রক্তদাতাদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Exit mobile version