Site icon janatar kalam

উদয়পুর মহকুমার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদের শংসাপত্র দিয়ে সম্মাননা প্রদান।

জনতার কলম , ত্রিপুরা , উদয়পুর প্রতিনিধি :-
শুক্রবার দুপুরে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে এর শুভ উদ্বোধন করেন গোমতী জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক নীরুমোহন জমাতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক নূপুর দেববর্মা সহ অন্যান্য সিনিয়র ডাক্তাররা। জাতীয় চিকিৎসক দিবসে উপস্থিত সকল ডাক্তার ও নার্সরা একে একে সবাই ডঃ বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক বলেন, যেভাবে উদয়পুর মহকুমায় বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য বিষয়ক আধিকারিকরা যেভাবে রাতদিন এক করে করোণা মহামারী সময় কালে কাজ করেছেন এবং প্রতিদিন করোণা আক্রান্ত রোগীদের সেবা করে গিয়েছেন । তার জন্য উদয়পুর ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য অধিকারী হিসেবে মনে হয়েছে ব্যক্তি গতভাবে সকলকে সংবর্ধনা দেওয়া জরুরি। তার কারণ তাদেরকে সংবর্ধনা দেওয়া হলে তারা উৎসাহিত হবে এবং আরো বেশি করে এই কাজে তারা অগ্রসর হবে। এছাড়া জেলা স্বাস্থ্য আধিকারিক নীরু মোহন জমাতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি অত্যন্ত খুশি করোণা মহামারী যখন তার ভয়াবহ রূপ ধারণ করেছিল। তখন ডাক্তাররা প্রতিনিয়ত তাদের পরিষেবা দিয়ে যাচ্ছিলেন একের পর এক। কিন্তু এই জেলাতে কোন ডাক্তার বা নার্সের এই করোনা মহামারীতে প্রাণহানি ঘটেনি বলে তার খুশি বলে জানিয়েছে। পরে এই অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র ডাক্তার দের হাত থেকে উদয়পুর মহকুমার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকদের কে ডঃ বিধান চন্দ্র রায়ের একটি করে মেমেন্টো ও একটি শংসাপত্র প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ডাক্তারদের কেউ এদিন শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয় । গোটা অনুষ্ঠানকে ঘিরে ডাক্তার ও নার্সদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Exit mobile version