রাজধানীর জিবি বাজার এলাকার রেস্তোরাগুলিতে ও সরকারি ভাবে স্বীকৃতি পাওয়া জিবি হাসপাতালের ক্যান্টিনে হানা দিলো সদর মহকুমা শাসক ও খাদ্য দপ্ততরের এক প্রতিনিধি dol।উদ্যেশ্য ছিল রেস্তোরাগুলিতে পরিবেশন করা খাওয়ারের মান যাচাই করা। নিম্ন মানের খাবার পরিবেশনের জন্য রেস্তোরাগুলিকে আর্থিক জরিমানা করেন এস ডি এম অসীম সাহা ও খাদ্য দপ্তরের আধিকারিকরা।এদিনের অভিযান সম্পর্কেএস ডি এম অসীম সাহাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান সরকারি বেসরকারি বলে কিছু নেই যাদেরকে নিম্ন মানের খাবার পরিবেশনে দেখছি তাদেরকে জরিমানা করছি। পাশাপাশি জিবি হাসপাতলের ক্যান্টিনে খাবারের যে সামগ্রী ব্যাবহৃত হচ্ছিলো সেগুলি খাবারের উপযুক্ত ছিল না তাই জিবি হাসপাতালের ক্যান্টিনে তালা ঝুলানো হয়েছে।