জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- সাধারণ মানুষকে যেন অভুক্ত থাকতে না হয়। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে । এই বর্তমান করোনা মহামারী সময় কালে। মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন সাধারণ মানুষের কাছে মুখ্যমন্ত্রীর স্পেশাল প্যাকেজ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। সেই মোতাবেক রাজ্যের প্রতিটি জেলায় শুরু হয়েছে মুখ্যমন্ত্রী দেওয়া স্পেশাল প্যাকেজ খাদ্য সামগ্রী বিতরণ। মঙ্গলবার 32 মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত মাতাবাড়ি এবং দক্ষিণ মাতাবাড়ি পঞ্চায়েতে জনগণের মধ্যে মুখ্যমন্ত্রীর দেওয়া স্পেশাল প্যাকেজ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন ও মাতাবাড়ি পঞ্চায়েত প্রধান মন্টু কুমার দাস সহ পঞ্চায়েতের সদস্য এবং সদস্যারা। গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীর স্পেশাল প্যাকেজ ও খাদ্যসামগ্রী হাতে পেয়ে খুবই খুশি।