Site icon janatar kalam

এখনও মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ এর মাধ্যমে খাদ্য সামগ্রী পায় নি তারা খুব শীঘ্রই সরকারী ভাবে তা পেয়ে যাবে

জনতার কলম, ত্রিপুরা , উদয়পুর প্রতিনিধি :- মঙ্গলবার বিকেলে গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে গোমতী জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এক সাংবাদিক সন্মেলন করা হয়। এদিন এই সাংবাদিক সন্মেলনে গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক অরুন কুমার রায় সাংবাদিকদের সামনে গোমতী জেলার অন্তর্গত 3 টি মহকুমা অর্থাৎ উদয়পুর,অমরপুর এবং করবুক মহকুমাতে মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ এর মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরন এর পুরো আপডেট তুলে ধরেন। অতিরিক্ত জেলা শাসক বলেন তালিকাভুক্ত যেসব বেনিফিসিয়ারিরা এখনও মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিফ প্যাকেজ এর মাধ্যমে খাদ্য সামগ্রী পায় নি তারা খুব শীঘ্রই সরকারী ভাবে তা পেয়ে যাবে। তাছাড়া এদিন সাংবাদিক সন্মেলনে গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নীরু মোহন জমাতিয়া সাংবাদিক দের সামনে জেলার 18 থেকে তার উর্ধে সকল নাগরিকদের মধ্যে করোনা ভ্যাকসিনর যাবতীয় আপডেট বিস্তারিত ভাবে তুলে ধরেন। এদিন সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা টিকাকরন ইনচার্জ ডাঃ জয়দেব দেববর্মা সহ অন্যান্যরা।

Exit mobile version