রাজধানীর বটতলা ফ্লাই ওবার এর নিচে সব্জি বোঝাই ঠেলার উপর পরে থাকা একটি মৃত ব্যাক্তি লক্ষ্য করে পথচারিরা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনা স্থলে বটতলা ফাঁড়ির পুলিশ এলে জানা যায় মৃত ব্যাক্তির নাম হাজল মিয়া বয়স ৪৮ বাড়ি সচীন্দ্রলাল চারিপাড়া। আরো জানান পুলিশ হাজল মিয়াকে প্রায় সময় ফ্লাই ওবার এর নিচে দেখা যেত রাস্তার পাশে পরে থাকা পরিতেক্ত জিনিসপত্র বিক্রি করে দৈনন্দিন জীবন কাটাতো।