Site icon janatar kalam

অনলাইন সামগ্রী ক্রয়ে প্রতারণার শিকার এক যুবক

জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- অনলাইনে আবারো প্রতারণার শিকার এক যুবক। জানা যায় কাকড়াবন রানী এলাকার বাসিন্দা সজুন মিয়া নামে এক যুবকের মোবাইল ফোনে গত কয়েকদিন আগে অচেনা নাম্বার থেকে একটি ফোন আসে । তাকে বলা হয় আপনি একটি দামি মোবাইল ফোন লটারির মাধ্যমে জয়ী হয়েছেন। তার জন্য আপনাকে দেওয়া হবে একটি মোবাইল ফোন। আর এই অনলাইন ফাঁদে পড়ে সাথে সাথে মোবাইল ফোন বুকিং করেন সুজন মিয়া। যথারীতি মোবাইল ফোনের পার্সেলটি কাকড়াবন রানী ডাকঘরে সোমবার দুপুরে চলে আসে। যখন সজুন মিয়া দামি মোবাইলের পার্সেলটি নেওয়ার জন্য গিয়েছেন তখন তের হাজার টাকার দামের মোবাইল চার হাজার টাকায় পেয়ে যাওয়ার ফলে সাথে সাথে সুজন মিয়া চার হাজার টাকা দিয়ে দেন সেই অনলাইন কোম্পানিকে। আনন্দে আত্মহারা হয়ে সুজন বাড়ি গিয়ে দেখতে পায় তার মোবাইল ফোনের বাক্সের মধ্যে শুধুমাত্র একটি মানিব্যাগ ও কোমরের বেল্ট দিয়ে দেওয়া হয় তাকে। এই ঘটনা দেখতে পেয়ে চক্ষু চড়ক গাছ সুজনের। সাথে সাথেই ফোন করা হয় অনলাইন কোম্পানির ঐ নাম্বারে। তখন তাদের কোম্পানি থেকে টাকা ফেরত দেওয়ার জন্য কোন ধরনের সুস্পষ্ট জবাব তিনি পাননি বলে জানান। পরবর্তী সময় বাধ্য হয়ে সোমবার বিকেলে কাকড়াবন থানায় একটি প্রতারণার মামলা দায়ের করে সুজন মিয়া। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কাকড়াবন রানীর গ্রাম জুড়ে।

Exit mobile version